পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক সদর দপ্তর নবান্ন উড়িয়ে দেওয়ার হুমকি

গতকয়েক আগেই রাজ্য পুলিশ প্রশাসনের সদর দপ্তর লালবাজারে দফায় দফায় ফোন আসে কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দর উড়িয়ে দেওয়া হবে। এবার ফোন করে পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক সদর দপ্তর নবান্ন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ফোন এল। আজ ভারতীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে ফোনটি আসে। ফোনে হুমকি দেওয়া হয়, বেলা ২টো নাগাদ নবান্ন উড়িয়ে দেওয়া হবে। এরপরই শুরু হয় তল্লাশি। বাড়ানো হয় নবান্নর কঠোর নিরাপত্তা ব্যবস্থা। একে বারে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয় নবান্ন কে। আনা হয় বোম্ব ডিসপোজাল স্কোয়াডও। পুলিশ কুকুর নিয়ে চলে প্রায় চিরুনী তল্লাশি।যদিও সর্বশেষ খবর অনুযায়ী ঘটনায় কাউকেই গ্রেপ্তার করা যায়নি বা কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেব্যাপারেও প্রশাসনের তরফে জানানো হয়নি।

Your browser doesn’t support HTML5

পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক সদর দপ্তর নবান্ন উড়িয়ে দেওয়ার হুমকি