গুজরাত তথা দেশের অন্যতম শিল্পোদ্যোগী ‘আদানি গোষ্ঠী’ পশ্চিমবঙ্গে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ কথা আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে। নবান্ন সূত্রের খবর, সৌরবিদ্যুৎ উৎপাদনে এ রাজ্যে দশ হাজার কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। আগামী ষোলো ও সতেরোই জানুয়ারি কলকাতার নিউটাউনের কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)দুহাজার আঠেরোর প্রাক্কালে আদানি গোষ্ঠীর এই বিনিয়োগের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
Your browser doesn’t support HTML5
‘আদানি গোষ্ঠী’ পশ্চিমবঙ্গে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে