ফিলিপাইনে সোমবার ত্রাণ সামগ্রী আরও ব্যাপক ভাবে সরবরাহ করা হচ্ছে

টাইফুন বিদ্ধস্ত ফিলিপাইনে সোমবার আন্তর্জাতিক ত্রাণ সামগ্রী আরও ব্যাপক ভাবে সরবরাহ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হেলিকপ্টার বহর প্রত্যন্ত ও পাহাড়ী এলাকায় খাদ্যা, পানি ও এ্রাণ সামগ্রী পৌছে দিচ্ছে। দশদিন আগে টাইফুন হায়ান সেখানে প্রচন্ড আঘাত হানে।


বিমানবাহী নৌযান USS George Washington ত্রাণ প্রচেষ্টা ও বিতরণের কেন্দ্রবিন্দু হয়েছে। হেলিকপ্টার ও বিমানে ত্রাণ সামগ্রী জাহাজ থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আহত লোকজনদের চিকিৎসার জন্য নৌযানে নিয়ে আসা হচ্ছে।


বিপর্যস্ত এলাকায় পুনরুদ্ধারের লক্ষণ দেখা যাচ্ছে। কিছু বাজার খুলেছে এবং কিছু পেট্রল পাম্প ও খুলেছে। লোকজন বাড়ি ঘর মেরামত করতে শুরু করেছে।