অসরকারী ফলাফল বলছে ফিলিপাইনে দাভাও শহরের বিতর্কীত মেয়র প্রেসিডেন্ট পদের ভোটে জয়ি হয়েছেন

ফিলিপাইনে সোমবার যে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হয়ে গেলো তার ফলাফল সরকারীভাবে প্রকাশিত হ’তে সময় লাগবে এখনো বেশ কয়েকদিন – তবে,অসরকারী ফলাফল থেকে আভাস মিলছে ওখানকার দাভাও শহরের বিতর্কীত মেয়র প্রেসিডেন্ট পদের প্রতিদ্বন্দীতায় জয়ি হয়েছেন। প্রায়শ:ই কোনোরকম রাখঢাক না করেই কথা বলে থাকেন ৭১ বছর বয়সী ধর্মদ্বেষী রোদরিগো দুতেরতে এবং ইনিই এ নির্বাচনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দী সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মার রোহাসের চেয়ে ষাইট লক্ষ বেশি ভোট পেয়ে নির্বাচন জিতেছেন বলে অসরকারী ফলাফলে বলা হচ্ছে। প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হবেন ইনি জুন মাসে।

নির্বাচনী প্রচারণা কালে ভিন্নমার্গী রোদরিগো দুতেরতে দেশ যে মূল তিনটি সমস্যার সম্মুখিন দেশটি তাঁর, সেই অপরাধ তৎপরতা,দুর্নীতি ও দারিদ্র ত্বরায় এবং প্রয়োজনবোধে নৃশংসভাবে উৎপাটিত করার প্রত্যয় ব্যক্ত করেন ।অপরাধ তৎপরতা নির্মূলে ইনি এমোনকি মাদক গোষ্ঠীসহ অপরাধিদের প্রয়োজন হলে হত্যা করবার কথাও বলেন।