বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারের বহরের ওপর জলদস্যুরা গুলি চালালে অন্তত একজন নিহত

বঙ্গোপসাগরে বাংলাদেশের ১৬/১৭ টি মাছ ধরার ট্রলারের বহরের ওপর জলদস্যুরা গুলি চালালে অন্তত একজন নিহত এবং অপর ৩৯ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন।

ভোলা জেলার দউলতখান থানার পুলিশ জানিয়েছে মাছ ধরার ট্রলারগুলো জলদস্যুদের হামলার শিকার হলে জেলেরা তাতে বাধা দেয়। মাছ ধরার ট্রলারগুলো জলদস্যুদের দুটি ট্রলার ঘিরে ফেললে পালানোর জন্য তারা জেলেদের ওপর এলোপাথাড়ি গুলি চালায় যার ফলে সিদু নামের এক জেলে নিহত হন।

ঐ ঘটনায় ৩৯ জন গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের হাসপাতালে চকিথসা দেওয়া হচ্ছে। এ সময় মাছ ধরার একটি ট্রলার ডুবে যায়।

Your browser doesn’t support HTML5

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারের বহরের ওপর জলদস্যুরা গুলি চালালে অন্তত একজন নিহত