বিএসএফের গুলিতে একজন বাংলাদেশী নিহত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আবারো এক বাংলাদেশী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত মাঝরাতে চাপাইনবাবগঞ্জ সীমান্তে এ ঘটনা ঘটে।

চাপাইনবাবগঞ্জের এক দল গরু ব্যবসায়ী মাসুদপুর সীমান্তবর্তী এলাকায় গেলে ভারতের শোভাপুর সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে বিশু নামের একজন গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যায়। সহযোগীরা তার মৃতদেহ উদ্ধার করে একটি ধান ক্ষেতে ফেলে পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শিকদার মশিউর রহমান জানান, বিএসএফের গুলিতে নিহত বিশু নামের এক বাংলাদেশীর লাশ উদ্ধার করা হয়েছে। তার লাশ বর্তমানে হাসপাতালের মর্গে আছে।

এদিকে, চাপাইনবাবগঞ্জের এই সীমান্তে চলতি এপ্রিল মাসের ২ তারিখে বিএসএফের গুলিতে দুই যুবক নিহত হয়। ঐ ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো গুলির ঘটনায় উদ্বেক প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা।

Your browser doesn’t support HTML5

বিস্তারিত জানাচ্ছেন আমাদের বগুড়া সংবাদতা প্রতীক ওমর।