হাউজ ডেমক্র্যাটরা পররাষ্ট্র দপ্তরকে ভয় দেখাচ্ছে: পম্পেও

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও প্রতিনিধি পরিষদের ডেমক্র্যাটদের এই বলে অভিযুক্ত করেছেন যে তারা ইউক্রেনের প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ফোনালাপ নিয়ে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সাক্ষ্য দানের ব্যবস্থা করে এই বিভাগকে ভয় দেখানোর চেষ্টা করছেন।

প্রতিনিধি পরিষদের বৈদেশিক সম্পর্ক বিভাগের একটি চিঠির জবাবে পম্পেও ডেমক্র্যাটদের পররাষ্ট্র দপ্তরের কর্মচারীদের তাঁর কথায় ভয় দেখানোর জন্য দোষারোপ করেন এবং বলেন যে স্বাক্ষ্যদানের জন্য ঐ কমিটি যে সময়সূচি নির্ধারণ করেছে তা অনুসরণ করা সম্ভব নয়।

সব মিলিয়ে প্রতিনিধি পরিষদের তিনটি কমিটি ট্রাম্পের ২৫শে জুলাই ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ বিষয়ে

পররাষ্ট্র দপ্তরের ৫ জন বর্তমান এবং প্রাক্তন কর্মকর্তাদের আগামি দু সপ্তার মধ্যে হাজির হতে বলেছে । ট্রাম্পের ঐ ফোনালাপ প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্টের অভিশংসন সম্পর্কে তদন্তের সুত্রপাত করেছে। পম্পেওর এই পত্র পাঠানোর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায় যে যারা প্রেসিডেন্টের ঐ ফোনালাপ শুনেছেন তাঁদের মধ্যে পম্পেও ছিলেন আর এর ফলে এই অভিশংসন বিষয়ক তদন্তে পররাষ্ট্র দপ্তরও সম্পৃক্ত হয়ে পড়েছে।