পাকিস্তানে জাতিয় পরিষদের নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ

পাকিস্তানে আজ শনিবার জাতিয় পরিষদের নব নির্বাচিত সদস্যদের শপথ পর্ব অনুষ্ঠিত হয় এবং এরই সঙ্গে সেখানে সূচিত হলো নতুন একটি অধ্যায় , দেশটির ৬৬ বছরের ইতিহাসে এই প্রথম গনতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের কর্মসূচি । নব নির্বাচিত কওমি এ্যাসেম্বলির সাংসদদের শপথ গ্রহন করান স্পিকার ফেহমিদা মির্জা । এ শপথ অনুষ্ঠান প্রচারিত হয় দেশব্যাপি টেলিভিশনের সরাসরি সম্প্রচারে ।
নতুন জাতিয় পরিষদের কাঁধে দায়িত্ব এখন অনেক । দেশটিতে জ্বালানি ঘাটতির সমস্যা রয়েছে ব্যাপক-বিস্তৃতভাবে , অর্থনীতি দেশটির খুবই দূর্বল , একই সঙ্গে চলছে তালেবান ও অন্যান্য উগ্রবাদিদের এন্তার জঙ্গি তত্পরতা । প্রধানমন্ত্রী হিসেবে মনোনিত হতে চলেছেন যে নওয়াজ শরিফ তাঁর দল পাকিস্তান মূসলিম লীগ নূন দলের কব্জায় রয়েছে জাতিয় পরিষদের ৩ শ’ ৪২ আসনের ভেতর ১ শ’ ৭৭ টি আসন – নওয়াজ শরিফের নীতি-মালা বাস্তবায়িত করার জন্যে এ আসন সংখ্যা যথেস্ট বলেই মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহলে ।