চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি লিট ডিগ্রি গ্রহণ করে ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি বলেছেন, গণতন্ত্রের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়া সম্ভব। ভারতবর্ষ এবং বাংলাদেশে তাই দেখছি। শ্রীলংকায় হালে দেখছি। অথচ এ দেশগুলোতে রাজনৈতিক নেতৃত্বের ওপর বেশি হিংসাত্মক আক্রমণ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রণবের হাতে ডি লিট ডিগ্রির স্মারক তুলে দেন উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
উপমহাদেশের রাজনৈতিক ঘটনাবলীর বর্ণনা দিয়ে প্রণব মুখার্জি বলেন, যাদের নেতৃত্বে বিভিন্ন দেশে স্বাধীনতা অর্জিত হয়েছিল, সে রাজনৈতিক নেতৃত্বের ওপর বারবার হিংসাত্মক আক্রমণ হয়েছে। কিন্তু কেন এই আক্রমণ জানতে হবে। গবেষণা করে দেখতে হবে। এর পেছনে কোনো রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট আছে কিনা তা-ও জানতে হবে। গবেষণার মধ্য দিয়ে এ সত্য জানার আশা প্রকাশ করে প্রণব বলেন, রাস্তা যদি চিনি তাহলে চলা শক্ত হবে না। প্রণব মুখার্জি বলেন, বাংলাদেশ ও ভারত ছাড়া উপমহাদেশের অন্য দেশগুলোতে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা বেশি দিন স্থায়ী হয়নি কেন? কোন সামাজিক প্রেক্ষাপটে সৈন্যরা বারবার ব্যারাক থেকে বের হয়ে রাষ্ট্রক্ষমতা দখল করেছিল তা-ও জানার প্রয়োজন রয়েছে।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
Your browser doesn’t support HTML5
মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট