নেটো আলোচনায় প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্টের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন 

প্রেসিডেন্ট জো বাইডেন, আসন্ন নেটো বৈঠকের আগে রবিবার ব্রাসেলসে যাচ্ছেনI মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েফ এর্দোয়ানসহ অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে তিনি আলোচনায় মিলিত হবেনI উত্তর আমেরিকা আটলান্টিক চুক্তি সংস্থা বা নেটো, তার কৌশলগত আদর্শ পুনর্মূল্যায়নের জন্য নেটোভুক্ত দেশের নেতাদের সঙ্গে সোমবার আলোচনায় মিলিত হচ্ছেI

নেটো তার উদ্দেশ্য ও লক্ষ্য ২০১০ সালে নবায়ন করেছিলI তবে নেটো মহাসচিব, জেন্স স্টলটেনবার্গের মতে, সেই সময় থেকে সংস্থাটির প্রতি নিরাপত্তা হুমকি ও চ্যালেঞ্জ বেড়েছে বহুগুনI

তিনি বলেন, তাঁর কথায়, উদাহরণস্বরূপ নেটো'র বর্তমান কৌশলগত দলিলে চীন সম্পর্কে একটি শব্দ ব্যবহার করা হয় নি, এমনকি জলবায়ু পরিবর্তনেরও কোন উল্লেখ নেইI এবং রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক আগেকার সময়ের চাইতে অনেক ভিন্নতরI শীতল যুদ্ধের পর, চৌকষ সাইবার হামলা ও অন্যান্য চ্যালেঞ্জের জন্য রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক সর্বকালের নিম্ন পর্যায়ে রয়েছেI

নেটো তাদের কৌশলগত আলোচনা, প্রেসিডেন্ট বাইডেনের পূর্বসূরি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদকালে স্থগিত রাখেI প্রাক্তন প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেটো সামরিক জোটের নেতাদের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে, যখন প্রেসিডেন্ট ট্রাম্প, দেশগুলিকে খরচ বাবদ দেয় অর্থ পরিশোধ করার জন্য উক্তি বা চাপ দিতেন, যা ছিল নেটো'র মিলিত প্রতিরক্ষা অনুচ্ছেদ ৫'র লঙ্ঘনI

গত বুধবার, মিলডেনহাল বিমানঘাঁটিতে বিমান বাহিনীর সদস্য ও পরিবারবর্গের কাছে ভাষণে প্রেসিডেন্ট বাইডেন বলেন, "ব্রাসেলসে আমি স্পষ্ট করে নেটো জোট ও অনুচ্ছেদ ৫'র প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কথা জানাবোI নেটো'র অনুচ্ছেদ ৫ এ বর্ণিত আছে যে, যে কোন নেটোভুক্ত দেশের বিরুদ্ধে হামলা, সকল সদস্য দেশের বিরুদ্ধে হামলাI