প্রেসিডেন্ট ওবামা বলেছেন ৩১শে আগস্ট ইরাকে যুক্তরাষ্ট্রের সমর অভিযানের সমাপ্তি ঘটবে

প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র ৩১ আগস্ট নির্দ্ধারিত সময় অনুযায়ী ইরাকে সমর অভিযানের অবসান ঘটাবে। সোমবার তিনি জর্জিয়া রাজ্যের আটলান্টায় পঙ্গু প্রাক্তন সৈনিকদের এক সমাবেশে বলেন, এ মাসের শেষ নাগাদ তাঁর প্রশাসন ইরাক থেকে ৯০ হাজার সেনা দেশে ফিরিয়ে আনবে।

প্রেসিডেন্ট ওবামা দায়িত্ব গ্রহণের সময় ইরাকে এক লক্ষ চল্লিশ হাজার সেনা ছিল। সেনা প্রত্যাহারের পর অন্তর্বতীকালীন সময় সেখানে ৫০ হাজার সেনা থাকবে।

প্রশাষনের কর্মকর্তারা বলেন, ৩১শে আগস্ট ‘অপারেশন ইরাকী ফ্রিডম’ নামে অভিযানের সমাপ্তি ঘটবে যা প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ বুশ শুরু করেছিলেন।