প্রেসিডেন্ট ওবামা রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা বিষয়ে একটি প্রস্তাবে স্বাক্ষর করতে যাচ্ছেন

হোয়াইট হাউজ বলেছে, রাশিয়ার ওপরে আরো নিষেধাজ্ঞা আরোপের জন্যে প্রেসিডেন্ট বারাক ওবামা, প্রনিত একটি আইন স্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছেন। ইউক্রেন সংকটে রাশিয়ার ভূমিকার কারনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সেনেটে একটি বিল পাস করা হয়েছে, যাতে প্রেসিডেন্ট ওবামাকে অনুমতি দেওয়া হয়েছে, ইউক্রেন সরকারকে সামরিক খাতে, প্রানঘাতি অথবা প্রানঘাতি নয় এরকম ৩৫ কোটি ডলারের সামরিক সহায়তা দানের।

সম্ভাব্য সহায়তার মধ্যে রয়েছে, ট্যাঙ্ক বিধংসী অস্ত্র, বিবিধ যুদ্ধোপকরণ, এবং নজরদারি ড্রোন। তাছাড়াও রাশিয়া যদি ইউক্রেন, জর্জিয়া, মলডোভা এবং সিরিয়াতে অস্ত্র বিক্রি বা সরবরাহ করে তাহলে রাশিয়ার প্রতিরক্ষা এবং জ্বালানি খাতে প্রেসিডেন্ট ওবামা নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন।

যদিও এই আইন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা এবং সামরিক খাতে ইউক্রেন সরকারকে সহায়তা করা অপরিহার্য বলে গন্য করেনি।