বাংলাদেশে বাক স্বাধীনতা ও জঙ্গিবাদ প্রসঙ্গ : একটি আলোচনাচক্র

গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রের সার্বিক সহযোগিতার কথা বলেছেন। সাম্প্রতিক সময়ে সেখানে বেশ কিছু হত্যাকান্ড নিয়ে উদ্বেগ রয়েছে। প্রশ্ন উঠছে। এসব জিজ্ঞাসা নিয়েই একটি আলোচনা চক্র। সঞ্চালন করেছেন, আনিস আহমেদ। এতে অংশ নিয়েছেন নিউজ টুডে পত্রিকার সম্পাদক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি রীয়াজউদ্দিন আহমেদ এবং দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার।

এই আলোচনা চক্রে তাঁরা বাংলাদেশের বাক স্বাধীনতার বিভিন্ন দিক তুলে ধরেন। সেই সঙ্গে জঙ্গিবাদের বিষয়ে বিতর্ক। একদিকে, আর্ন্তজাতিক জঙ্গিবাদীরা দাবী করছে যে তারা বাংলাদেশে অত্যন্ত সক্রিয়। অন্যদিকে বাংলাদেশ সরকার বলছে যে, বাংলাদেশে আইসিস কিংবা আল কায়দার মতো কোন জঙ্গি সংগঠন নেই। স্থানীয় কিছু জঙ্গি সংগঠন এসব ঘটনা ঘটাচ্ছে। এই বিতর্কের স্বরূপ নিয়েই এই আলোচনা চক্র।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশে বাক স্বাধীনতা ও জঙ্গিবাদ প্রসঙ্গ : একটি আলোচনাচক্র