বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ৮৭ বছর বয়সে মস্তিষ্কের রক্তক্ষরণে বুধবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, যিনি তার সুদীর্ঘ শিক্ষকতা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বও পালন করেন, বাংলাদেশের রাজনীতি, পররাষ্ট্রনীতিসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাষ্ট্রব্যবস্থা নিয়ে নানা গবেষণা করে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। তাঁর লিখিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদকে ভূষিত হন অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। এছাড়া, তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু পুরস্কার ও সম্মাননা অর্জন করেন। তাঁর মৃত্যুতে শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং বিভিন্ন সামাজিক-সংস্কৃতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।
Your browser doesn’t support HTML5
বিশিষ্ট শিক্ষাবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ মারা গেছেন