বাংলাদেশ সরকার ডি-৮ সদস্য দেশগুলোর সম্পাদিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএ অনুসমর্থনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। সোমবার ঢাকায় মন্ত্রীসভার এক বৈঠকে এ অনুমোদন দেয়া হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।
৮ টি মুসলিম দেশের উন্নয়ন সহযোগিতা সংস্থা ডি-৮ এর যাত্রা শুরু হয় ১৯৯৭ সালে তুরস্কে অনুষ্ঠিত সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্র এবং সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনে ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে।
২০০৬ সালে মন্ত্রী পর্যায়ের বৈঠকে ৮ টি মুসলিম দেশের মধ্যে পিটিএ সম্পাদিত হলেও এতদিন বাংলাদেশ চুক্তিটি অনুসমর্থন করেনি। ডি-৮ এর সচিবালয়ের দেয়া তথ্য মতে ২০০৬ সালে সংগঠনটির সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ৩৫ বিলিয়ন আমেরিকান ডলার এবং তা ২০১০ সালে দাঁড়িয়েছিল ৮৬ বিলিয়ন আমেরিকান ডলারে। তবে সাম্প্রতিক সময়ের বাণিজ্যের কোন তথ্য পাওয়া যায় নাই।
ডি-৮ এর সদস্য দেশ সমূহের মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে তুরস্ক, মিশর, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া এবং পাকিস্তান। ঢাকা থেকে জহুরুল আলম।
Your browser doesn’t support HTML5
পিটিএ অনুসমর্থনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে বাংলাদেশ