র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে তিন সন্দেহভাজন মাদক ব্যাবসায়ী নিহত

Bangladesh Anti-drugs Crackdown

বাংলাদেশে গত আড়ই মাস ধরে চলমান মাদক বিরোধী অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথিত বন্দুক যুদ্ধে, ক্রস ফায়ারে এবং গোলাগুলিতে ২৬০ জনের ওপর মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্তও রাজশাহী, নাটোর ও ঢাকা জেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে তিন সন্দেহভাজন মাদক ব্যাবসায়ি নিহত হয়েছেন। নিহতদের অনেকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বন্দুক যুদ্ধে অথবা ক্রস ফায়ারে নিহত হওয়ার আগে তাদের পুলিশ অথবা র‍্যাব বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন মাদক বিরোধী অভিযানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষিয়ে গভীর উদ্বেগপ্রকাশ করেছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থাসহ দেশি বিদেশি মানবাধিকার কর্মী এবং সংস্থাগুলো এ ধরনের বিচার বহির্ভূত হত্যা কাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এ সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি দাবি করেছে।

ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।