হে নতূন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ আজ পঁচিশে বৈশাখ, বিশ্বকবির একশো আটান্নতম জন্ম দিন

Your browser doesn’t support HTML5

বিশ্বকবির জন্মদিন আজ যথোচিত মর্যাদায় সারম্বরে পালিত হল গোটা রাজ্যে কথায় কবিতায় গাণে নৃত্যে তালে ছন্দে।


বিশ্বকবির জন্মদিন আজ যথাযথ মর্যাদায় সারম্বড়ে পালিত হল গোটা রাজ্যে কথায় কবিতায় গানে নৃত্যে তালে ছন্দে। রাজ্যের গ্রাম নগর শহর এদিন সকাল থেকেই মুখরিত হল রবীঠাকুরের গানে। কোথাও শোভাযাত্রায় শামিল অসংখ্য রবীন্দ্র অনুরাগী তাদের গানের ডালি নিয়ে, কোথাও আবার রবীঠাকুরের প্রতিকৃতি নিয়ে পথে নেমেছে,এরকমই চিত্র ছিল গোটা রাজ্যে। সরকারী বেসরকারী স্তরে অসংখ্য রবীন্দ্র জন্মজয়ন্তী পালনের আয়োজন করা হয় ব্লক স্তর থেকে জেলাস্তরে।সেই সাথে এক যোগে বিশ্বভারতী বিশ্ব বিদ্যালয়ের উদ্যোগে শান্তিনিকেতনে এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে জোঁড়াসাঁকো ঠাকুর বাড়ীতেও কবিগুরুর জন্মোৎসব পালনের আয়োজন করা হয় যা সরাসরি দেশের সরকারী টেলিভিশন চ্যানেলেও জাতীয়স্তরে সম্প্রচারিতও হয়। রাজ্য সরকারের তরফে মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয় মধ্য কলকাতার রবীন্দ্র সদন মঞ্চ সংলগ্ন ক্যাথিড্রাল রোড মঞ্চে। যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাজ্যের প্রথিত যশা শিল্পীরাও কবিপ্রণামের এই অনুষ্ঠানে অংশ নেন। অপর দিকে কলকাতার উত্তর শহরতলীর পানিহাটীতে কবিগুরুর পদধূলি ধন্য পেণেটির বাগান বাড়ীতে বিশ্ব কবির জন্মজয়ন্তী পালনের আয়োজন করা হয় শতাব্দী প্রাচীন পানিহাটী পৌরসভার উদ্যোগে।