ভারতীয় সংবিধানে বর্ণের ভিত্তিতে সরকারী চাকরি সংরক্ষণের ব্যবস্থা নিয়ে প্রশ্ন

ভারতীয় সংবিধানে বর্ণের ভিত্তিতে যে নিম্ন বর্ণের পশ্চাদপদ শ্রেণির মানুষের জন্য সরকারী চাকরিতে সংরক্ষণের যে ব্যবস্থা রয়েছে, তা বরাবরের জন্য চলা ঠিক নয়। সংরক্ষণের প্রবক্তা স্বয়ং বি আর আম্বেদকরই মনে করতেন, বেশি দরকার সর্বজনীন শিক্ষা ও কাজের সুযোগ। আম্বেদকরের এই কথা মনে করিয়ে দিতে গিয়ে এক আর এস এস নেতা মননোহন বৈদ্য বিপদে ফেললেন বিজেপি-কে। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ঠিক আগে তাঁর এই উক্তিকে বিরোধীরা যে কাজে লাগাবে, তাতে সন্দেহ নেই। যেমন, বিরোধী নেত্রী মায়াবতী বলেছেন, এ ভাবে উচ্চ ও নিম্ন বর্ণের ভোটদাতাদের মেরুকরণের চেষ্টা করছে বিজেপি। বিহারে নির্বাচনের আগে আর এস এস প্রধান মোহন ভাগবত এমন কথা বলবার পরে বিজেপি'র কিন্তু ভরাডুবি হয়েছিল। দেখা যাক, উত্তরপ্রদেশে কি হয়।

Your browser doesn’t support HTML5

ভারতীয় সংবিধানে বর্ণের ভিত্তিতে সরকারী চাকরি সংরক্ষণের ব্যবস্থা নিয়ে প্রশ্ন