প্রবল বৃষ্টিতে দার্জিলিঙে চারতলা বাড়ি ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত

গত কয়েক দিনের প্রবল বৃষ্টিতে দার্জিলিঙে চারতলা বাড়ি ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত। আহত আট। ফাটল রোহিনী আর উনত্রিশ মাইলের রাস্তাতেও। টানা বৃষ্টিতে বিপর্যস্ত শৈল শহর। ভরা বর্ষায় দার্জিলিঙে বাড়ি ভেঙে দুই মহিলা-সহ কয়েকজনের মৃত্যু। বিভিন্ন জায়গায় রাস্তায় ধস। বন্ধ যান চলাচল। দার্জিলিং-এর জাকির হোসেন রোডে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি চারতলা বাড়ি আর তাতেই চাপা পড়েন অনেকে। উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা ও পুলিশ। কিন্তু সরু রাস্তা ও বৃষ্টির কারণে ব্যাহত হয় উদ্ধারকাজ। বেশ কিছুক্ষণ পরে উদ্ধার হয় কয়েকটি দেহ। দুর্ঘটনার পর ঘটনাস্থলে যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। হতাহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছে রাজ্য সরকার। পাশাপাশি, আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছো গোর্খা জনমুক্তি মোর্চা।লাগাতার বৃষ্টির জেরে ধস নেমেছে রোহিনী আর উনত্রিশ মাইল এলাকার রাস্তায়। রোহিণীতে ধসের জন্য ব্যাহত শিলিগুড়ির সঙ্গে দার্জিলিঙের সড়ক যোগাযোগ। উনত্রিশ মাইলে ধসের ফলে শিলিগুড়ি-সিকিম রাস্তা হয়ে গিয়েছে একমুখী। তীব্র যানজট দেখা দিয়েছে এলাকায়।শুধু পাহাড় নয় টানা বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়িও। জলমগ্ন বেশ কয়েকটি রাস্তা। খারাপ অবস্থা কয়েকটি সেতুর ও পরিস্থিতির মোকাবিলায় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন।

Your browser doesn’t support HTML5

প্রবল বৃষ্টিতে দার্জিলিঙে চারতলা বাড়ি ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত