চাষাবাদের জন্য বৃষ্টির প্রতীক্ষায় ভারতের কৃষকেরা

সদ্য বর্ষা নেমেছে দেশের বিভিন্ন প্রান্তে। কিন্তু ইতিমধ্যে দেশের প্রধান ৯১টি জলাধারগুলির ধারণ ক্ষমতার ৮৫ শতাংশই খালি। দক্ষিণ ভারতে অবস্থা খুব সঙ্গীন - জল রয়েছে ৯% মাত্র। জলাধার পূর্ণ না থাকলে কেবল যে কৃষিতে সেচ ব্যাহত হয়, তাই নয়, সমস্যা হয় পুরসভায় পানীয় জল সরবরাহ এবং জলবিদ্যুত উতপাদনেও। মোট ৯১টি জলাধারের ৩৭টিতে জলবিদ্যুত উতপাদনের ব্যবস্থা রয়েছে। দেখা যাচ্ছে, ২০১৫-র ১৬ জুন দেশে খরিফ চাষের জন্য বীজ বপন করা গিয়েছিল ৯৪ লক্ষ হেক্টর জমিতে। এ বছর ওই তারিখে তা কমে আসে মাত্র ৮৪ লক্ষ হেক্টরে। এখন আকাশের দিকে তাকিয়ে ভাল বর্ষার জন্য প্রতীক্ষা ছাড়া উপায় নেই।

Your browser doesn’t support HTML5

চাষাবাদের জন্য বৃষ্টির প্রতীক্ষায় ভারতের কৃষকেরা