আদালতেই রাণা প্লাযা চলচ্চিত্রের ভবিষ্যত নিয়ে ফয়সলা হলো

আদালতেই ফায়সালা
হলো রানা প্লাজার
আদালতেই রানা প্লাজা চলচ্চিত্রের ভবিষ্যৎ ফায়সালা হলো। হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে চলচ্চিত্রটি মুুক্তির ক্ষেত্রে সব বাধা দূর হয়েছে। আগামী ১১ই সেপ্টেম্বর চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা এম এ মাল্টিমিডিয়া হাউজ। চলচ্চিত্রটির পরিচালক নজরুল ইসলাম খান বলেছেন, সত্যের বিজয় হয়েছে।
বাংলাদেশ ন্যাশনাল গার্মেন্ট ওয়ার্কাস এমপ্লয়িজ লীগের সভাপতি সিরাজুল ইসলামের দায়ের করা রিটে গত ২৪শে আগস্ট হাইকোর্ট রানা প্লাজা সিনেমার প্রদর্শনী ও সম্প্রচারে ছয় মাসের নিষেধাজ্ঞা দেয়। এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সিনেমার প্রযোজক শামীমা আকতারের দায়ের করা আবেদনের ওপর রোববার আপিল বিভাগে শুনানি হয়। প্রযোজকের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও এডভোকেট এ এম আমিন উদ্দিন। রিট আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে অংশ নেন। ২০১৩ সালের ২৪শে এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন আট তলা রানা প্লাজা ভেঙে পড়লে শিল্প ক্ষেত্রে বিশ্বের অন্যতম ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ওই ঘটনায় নিহত হন এক হাজার ১৩৫ জন। ধসের ১৭ দিনের মাথায় ধবংসস্তুপের ভেতর থেকে রেশমা আক্তারের উদ্ধারের ঘটনায় বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। মূলত এ ঘটনাকে প্রধান উপজীব্য করেই তৈরি হয়েছে সিনেমা- রানা প্লাজা।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

choudhury film