রাঙ্গামাটিতে অস্ত্র উদ্ধার

Map of Bangladesh

রাঙ্গামাটির লংগদুতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। যৌথ বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের ব্যবহৃত আস্তানা থেকে ২টি একে-৪৭ রাইফেল, ২টি চাইনিজ রাইফেল, ১২৪ রাউন্ড এ্যামুনেশন, ৪টি ম্যাগজিন, ৫ সেট সামরিক বাহিনীর পোশাক ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। লংগদুর জোন কমান্ডার লে. কর্নেল আব্দুল আলীম চৌধুরী জানান, সদর ইউনিয়নের গোলাছড়ি এলাকায় একটি সশস্ত্র গ্রুপ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে পাহাড়ে দুটি প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়ার নামে সশস্ত্র কর্মকা-ে লিপ্ত সন্ত্রাসী দলগুলো আবার সংঘটিত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। পাহাড়ে উপজাতীয়দের ওপর নির্যাতন চালানো হচ্ছে মর্মে ব্যাপক প্রচারণা চালিয়ে দেশ-বিদেশ থেকে অর্থ সংগ্রহ করে তা বিতরণ করছিল। এর ফলে নতুন এক পরিস্থিতি তৈরি হয়। এসব খবর নিরাপত্তা বাহিনীর কাছে আসার পর অভিযান চালানো হয়।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট