জলবায়ু পরিবর্তন আর অবহেলার বিষয় নয়-ডঃ রাশেদ চৌধুরী

ক্যালিফোর্নিয়ার প্যারাডাইস শহরের দাবাগ্নিতে পরিদর্শন করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন এ এক প্রলয়ঙ্করী ধ্বংসযজ্ঞ।ক্ষয়ক্ষতির সংখ্যা বেড়েই চলেছে। নিখোঁজ রয়েছে ৬০০ এর বেশী মানুষ যাদের বেশীর ভাগ ষাটোর্ধ। ইতিমধ্যে অনেকে নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্টে ভুগছেন শিশু এবং বয়োজ্যেষ্ঠরা। ইউনিভার্সিটি অফ হাওয়াই এর প্রিন্সিপাল রিসার্চ সাইনটিস্ট ডঃ রাশেদ চৌধুরীর সঙ্গে কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার সানজানা ফিরোজ, এই দাবাগ্নির কারণ, বর্তমান পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন এই বিষয়গুলো নিয়ে। আসুন শোনা যাক তিনি কি বললেন।

Your browser doesn’t support HTML5

ডঃ রাশেদ চৌধুরীর সাক্ষাৎকার