গত বছর ১লা জুলাই ঢাকার গুলশানস্থ হলি আর্টিজানে হামলার সন্দতেহভাজন হোতা নব্য জেএমবির নেতা নুরুল ইসলাম ওরফে মারজান এবং উত্তরবঙ্গে জাপানি নাগরিক কুনিও হোশিসহ বেশ কয়েকটি হত্যাকাণ্ডের আসামি সাদ্দাম হোসেন ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়। এ নিয়ে বিশ্লেষণ করেছেন নিরাপত্তা বিশ্লেষক – মেজর জেনারেল অব: আব্দুর রশীদ।
Your browser doesn’t support HTML5
হলি আর্টিজানে হামলার হোতা মারজান নিহত হওয়া নিয়ে মেজর জেনারেল অব: আব্দুর রশীদ