নায়করাজ রাজ্জাকের প্রস্থান

বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তী নায়ক এবং অভিনেতা রাজ্জাক সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। হার্টঅ্যাটাকে আক্রান্ত অবস্থায় ৭৬ বছর বয়সী এই শিল্পীকে ঢাকার একটি হাসপাতালে আনা হয় এবং কিছু সময় পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৬৪ সালে চলচ্চিত্র অভিনয় শুরু করলেও ১৯৬৬ সালে বেহুলা চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে তার ওই জগতে দ্যোর্দন্ড পথ চলা শুরু। এরপরে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন রাজ্জাক এবং আজীবন সম্মাননা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কারও পেয়েছেন তিনি।

নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিএনপি'র প্রধানসহ বিভিন্নস্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরু'র রিপোর্ট।