Your browser doesn’t support HTML5
‘নায়করাজ’ রাজ্জাক ছিলেন আমাদের পিতা, ভাই, বন্ধু, পথপ্রদর্শক - অভিনেতা আলমগীর
বাংলা চলচ্চিত্রের একজন দিকপাল অভিনেতা, ‘নায়করাজ’ রাজ্জাক ছিলেন আমাদের পিতা, ভাই, বন্ধু, পথপ্রদর্শক, বললেন বাংলা চলচ্চিত্রের আরেক সুপরিচিত অভিনেতা আলমগীর। ঢাকায় নায়করাজের জানাজা অনুষ্ঠানের পর তার বাড়ি থেকে মাত্র বেরিয়ে এসে ভয়েস অফ আমেরিকাকে দেয়া একান্ত টেলিফোন সাক্ষাৎকারে আলমগীর বললেন, ৪৫ বছর ধরে অভিনয় করার পর তিনি বুঝতে পারেন, নায়করাজ একজনই হয়, আর সেই একজন হলেন রাজ্জাক। রাজ্জাকের মত সফল অভিনেতা হবার ইচ্ছে নিয়েই অভিনয়ে এসেছিলেন আলমগীর এবং আরো অনেকেই। রাজ্জাক ছিলেন অভিনেতাদের অনুপ্রেরণা। ১৯৪২ সালের ২৩শে জানুয়ারী দক্ষিণ কলকাতায় যার জন্ম, সেই মানুষটি তরুণ বয়সেই একের পর এক হিট ছবি উপহার দিতে শুরু করেন। জহির রায়হানের ‘বেহুলা’ ছবিটি তাকে ১৯৬৬ সালে ব্যাপক পরিচিতি এনে দেয়। এছাড়াও জীবন থেকে নেয়া, তের নম্বর ফেকু ওস্তাগার লেন, স্বরলিপি, নীল আকাশের নীচে, ময়নামতি, অবুঝ মন এবং আরো অনেক ছবিতে তার অভিনয় স্মরণীয় হয়ে আছে। আলমগীর বললেন, পঃ বঙ্গে যেমন উত্তম কুমার মহানায়কের আসনে আছেন, তেমনি বাংলাদেশে রাজ্জাক থাকবেন নায়করাজের আসনে।
অভিনেতা আলমগীরের সাক্ষাৎকারটি নিয়েছেন ভয়েস অফ আমেরিকার সাংবাদিক আহসানুল হক।
Your browser doesn’t support HTML5
‘নায়করাজ’ রাজ্জাক ছিলেন আমাদের পিতা, ভাই, বন্ধু, পথপ্রদর্শক - অভিনেতা আলমগীর