আশুলিয়া শিল্পাঞ্চলে মজুরী বৃদ্ধির দাবিতে পোশাক শিল্প শ্রমিকদের বিক্ষোভ, ১৯ জন আটক

Bangladesh Garments

ঢাকার অদূরে আশুলিয়া শিল্পাঞ্চলে মজুরী বৃদ্ধির দাবিতে পোশাক শিল্প শ্রমিকদের গত কয়েকদিনের বিক্ষোভ এবং অসন্তোষের ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৯ শ্রমিক নেতাসহ অন্তত ১৯ জনকে আটক করেছে পুলিশ।

তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের নুন্যতম মজুরি ১৫০০০ টাকা করার দাবিতে আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানার শ্রমিকরা গত ১১ দিন যাবত আন্দোলন করে আসছে। পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ শ্রমিকদের নুন্যতম মজুরি বৃদ্ধির দাবি প্রত্যাখ্যান করেছে। আশুলিয়া শিল্পাঞ্চলে গত দুই দিনে শতাধিক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে যেগুলোর শ্রমিক সংখ্যাতিন লক্ষাধিক।

এছাড়া একটি কারখানার মালিক পক্ষ ১২১ জন শ্রমিককে ছাটাই করেছে এবংদুটি কারখানার কর্তৃপক্ষ ৫০০ জন শ্রমিকের বিরুদ্ধে উসকানি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামলা করেছে।

সংবাদদাতারা জানিয়েছেন আশুলিয়া শিল্পাঞ্চলের নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকশ সদস্য মোতায়েন কিরেছে সরকার। আন্দোলনরত শ্রমিকরা বলছেন বর্তমান নুন্যতম মজুরি ৫,৩০০ টাকায় জীবন ধারণ অসম্ভব হয়ে পড়েছে।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট (তৈরি পোশাক)