ভারতে আইসিস তৎপরতার আশংকায় সতর্কতা

দেশের সংবাদ সংস্থা ও বিভিন্ন সূত্রের খবর ভারত ও এখন আইসিস জঙ্গিদের নিশানায় পরিণত হয়েছে। সম্ভাব্য জঙ্গি আক্রমণের আশঙ্কায় দেশ জুড়ে সতর্কতা জারি করেছে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো। এর আগে ভারতে যুব সম্প্রদায়কে আইসিস দলে টানার চেষ্টা করছে বলে গোয়েন্দারা জানালেও এই প্রথম এদেশে তাদের জঙ্গি হানার আশঙ্কার কথা স্বীকার করেছে ভারতীয় ইন্টেলিজেন্স ব্যুরো

এ মাসেরই গোড়া থেকে এই সতর্কতা জারি হয়েছে বলে সরকারী ভাবে জানা গেছে। এ ব্যাপারে দেশের সমস্ত রাজ্যের পুলিশ প্রশাসন কে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা দের সন্দেহ ভারতে বসবাস কারী তুর্কি নাগরিকদের টার্গেট করতে পারে জঙ্গিরা। সেই অনুযায়ী প্রয়োজনীয় নজরদারীও গ্রহণ করা হয়েছে বলে খবর।

গোয়েন্দাদের কাছে এ রকম খবর রয়েছে যে এই পরিস্থিতিতে ভারতে আইসিস জঙ্গিরা সরাসরি আঘাত হানতে পারে।তাছাড়া দেশের ভিতরেও অন্য কোনো ছোটোখাটো জঙ্গি সংস্থাকে দিয়ে নাশকতা ঘটানোর ব্যাপারে মদত দিতে পারে আইসিস জঙ্গিরা। সেজন্যে পশ্চিমি গোয়েন্দা সংস্থাগুলির সংগে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছে ভারতীয় গোয়েন্দারা।

Your browser doesn’t support HTML5

শুনুন পরমাশীষ ঘোষ রায়ের প্রতিবেদন