ক্তরাস্ট্রের একটি প্রধান সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট লিখেছে যে ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী আক্রমণের কয়েক বছর আগেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা দপ্তর এ ব্যাপারে সতর্ক করে দেয় যে পাকিস্তনে একজন আমেরিকান লোক ঐ দলটির সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছিল যেটি আক্রমণের পরিকল্পনায় সাহায্য করেছে এবং পরে আক্রমণ পরিচালনা করেছে।
দ্য ওয়াশিংটন পোস্ট বলছে যে এফ বি আই ২০০৫ সালের অগাস্ট মাসেই ডেভিড কোলম্রান হেডলি সম্পর্কে তার স্ত্রীর কাছ থেকে গোপন খবর পায়। এ ব্যাপারে গনিষ্ঠদের সুত্র উল্লেখ করে পত্রিকাটি লিখেছে যে ঐ মহিলা এফ বি আইকে জানান যে তাঁর স্বামী জঙ্গি গোষ্ঠি লাশকারে তৈয়বার কাছ থেকে পুনাঙ্গ প্রশিক্ষণ গ্রহণ করে এবং জঙ্গিদে সঙ্গে যোগাযোগ রক্ষা করে।
সাংবাদিকতা বিষয়ক ফাউন্ডেশান প্রোরিপাবলিকার সঙ্গে যৌথ ভাবে লেখা ঐ প্রতিবেদনে বলা হয়েছে যে হেডলি মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার স্থান নির্ধারণের জন্যে পাচ বার ঐ শহরে যায়।
তিন দিন ব্যাপী ঐ আক্রমণে ১৬৬ জন নিহত এবং আরো ৩০০ জন আহত হয়।