অভিবাসন প্রত্যাশী আরও ৩৭ জনের বাংলাদেশে প্রত্যাবর্তন

অবৈধভাবে সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার সময়ে সাগর থেকে মিয়ানমারের নৌবাহিনীর হাতে আটক অভিবাসন প্রত্যাশী বাংলাদেশীদের মধ্যে ৩৭জন শুক্রবার দেশে ফিরে এসেছেন। শুক্রবার মিয়ানমার কর্তৃপক্ষের সাথে বাংলাদেশ সীমান্ত রক্ষী বিজিবি-র পতাকা বৈঠকের পরে ওই বাংলাদেশী নাগরিকদের ফেরত দেয়া হয় বলে কক্সবাজার এলাকার বিজিবি অধিনায়ক কর্নেল আনিসুর রহমান জানান।

গত ২১ মে ২০৮জন অভিবাসন প্রত্যাশীকে মিয়ানমারের নৌবাহিনী সাগর থেকে আটক করে এবং তারা সবাই বাংলাদেশী বলে দাবি করে। পরে যাচাই-বাছাই করে প্রথম দফায় ১৫০ জনকে ৮জুন ফেরত পাঠানো হয়,আর শুক্রবার এলেন ৩৭জন। এই নিয়ে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও মিয়ানমার থেকে ৩৪৫ জন বাংলাদেশী এ পর্যন্ত দেশে ফেরত এলেন।

এদিকে, বাংলাদেশ সীমান্ত রক্ষী বিজিবি-র যে সদস্যকে মিয়ানমারের সীমান্ত রক্ষী বিজিপি গত বুধবার ধরে নিয়ে গেছে, তাকে শিগগিরই ফেরত দেয়ার আশ্বাস দিয়েছে ওই দেশটির কতৃপক্ষ।

Your browser doesn’t support HTML5

শুনুন আমির খসরুর প্রতিবেদন