বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব আলোচনায় প্রাধান্য পাবে সন্ত্রাস প্রসঙ্গ

বাংলাদেশ-ভারত আসন্ন স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সন্ত্রাসের বিষয়টি প্রাধান্য পাবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে বৈঠকে যোগ দিতে আগামী ১৬ই নভেম্বর তিন দিনের এক সফরে ঢাকা আসছেন ভারতের স্বরাষ্ট্র সচিব রাজিব মেহর্ষী। ঐ বৈঠকে সন্ত্রাস ছাড়াও সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে সূত্রগুলো জানিয়েছে। এসকল বিষয়ের মধ্যে থাকছে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফের হাতে বাংলাদেশী হত্যা, চোরাচালান এবং মানব পাচার।

Your browser doesn’t support HTML5

শুনুন জহুরুল আলমের প্রতিবদন