বাংলাদেশে বিদেশি হত্যার পেছনে আই এস জঙ্গি দায়ী : ইন্টারনেটে দাবি

জাপানের প্রভাবশালী টেলিভিশন এনএইচকে এক রিপোর্টে বলেছে, জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট বা আইএস পরিচালিত একটি ইন্টারনেট রেডিওতে দাবি করা হয়েছে যে, সংগঠনটির বাংলাদেশ শাখা জাপানি নাগরিক কোনি হোশিওকে শনিবার রংপুরে হত্যা করেছে। এতে দাবি করা হয়, সিরিয়া ও ইরাকে আইএস-এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের চলমান অভিযানে জাপান অংশ নেয়ায় ওই জাপানি নাগরিককে হত্যা করা হয়। যেদিন কোনি হোশিওকে হত্যা করা হয়, সেদিন অনুরূপ এক অনলাইন বার্তায় সংগঠনটি ওই হত্যার দায় স্বীকার করে। তবে এনএইচকে বলছে, ওই বিবৃতিটির বিশ্বাসযোগ্যতা সম্পর্কে যাচাই করা সম্ভব হয়নি। বাংলাদেশের প্রধানমন্ত্রী আইএস-এর জড়িত থাকার দাবি নাকচ করে দিয়েছেন।

এদিকে, বুধবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিদেশীদের দেয়া গোয়েন্দা তথ্যের বিষয়টি নাকচ করে দিয়ে বলেছেন, পাশ্চাত্যের কোনো দেশের গোয়েন্দা সংস্থা বিদেশী নাগরিক হত্যাকান্ডের ব্যাপারে কোনো আগাম তথ্য তাদের দেয়নি। উল্লেখ্য, সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সাংবাদিকদের বলেছিলেন, নিরাপত্তা হুমকি নিয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল এবং বিষয়টি বাংলাদেশ সরকারের অবহিত করা হয়েছিল।

Your browser doesn’t support HTML5

শুনুন আমির খসরুর প্রতিবেদন