সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহার করুন : শর্মিলা

দিল্লির আদালতে বিতর্কিত Armed Forces Special Power Act , সংক্ষেপে AFSPA অর্থাৎ সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন মণিপুরের সমাজ কর্মী ইরম শর্মিলা।

তিনি জানিয়েছেন এই কারনে বিগত বছর গুলিতে বহু নিরীহ মানুষের মৃত্যু হয়েছে।এবং এই আইনের ফলে মানুষকে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে।

প্রসংগত বলা যেতে পারে এই আইন প্রত্যাহারের দাবীতে ২০০৬ সালে দিল্লীর যন্তর মন্তরে আমরণ অনশনের সময় সমাজকর্মী ইরম শর্মিলা আত্মহত্যার চেষ্টা করে ছিলেন বলে পুলিশ তার বিরুদ্ধে মামলা করেছিলেন সেই মামলার পরিপ্রেক্ষিতেই ইরম শর্মিলা ফের এই আইন প্রত্যাহারের দাবীতে তিনি সরব হলেন।

উল্লেখ করা যেতে পারে এই আইন প্রত্যাহারের দাবীতেই তিনি গত ১৫ বছর ধরে আমরন অনশন চালিয়ে আসছেন যা প্রকৃত অর্থেই নজির বিহীন ঘটনা।

Your browser doesn’t support HTML5

শুনুন পরমাশীষ ঘোষ রায়ের প্রতিবেদন