কোলকাতায় বাংলাদেশ মিশনের নিরাপত্তা জোরদার করার আহ্বান

বর্ধমানের খাগড়াগড়ে গত অক্টোবরে বিস্ফোরণে জড়িত ছিল বাংলাদেশের জামাত-উল মুজাহিদিন সংগঠন। এরা মলোটভ ককটেল ছুঁড়ে আক্রমণ করে মানুষ মারতে ওস্তাদ। কলকাতার বাংলাদেশের দূতাবাসের ডেপুটি হাই কমিশনার, জাকি আহাদের আশঙ্কা, তাঁদের অফিসের খুব কাছ দিয়ে যে ফ্লাইওভার গিয়েছে, তার ওপর থেকে মলোটভ ককটেল ছুঁড়ে আক্রমণ চালাতে পারে ডেপুটি হাই কমিশনের ওপর। নিরাপত্তার জন্য ফ্লাইওভারের ওপর একটি আট ফুট উঁচু পাঁচিল থাকলেও তা টপকে তো ছুঁড়ে দেওয়াই যায় বোমা। তাই তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন। আহাদ বলেছেন, গত কয়েক মাসে তিনি এ ব্যাপারে দুটি চিঠি দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার, সুরজিত কর পুরকায়স্থকে। কিন্তু কোনও ফল হয় নি। তবে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতরের তরফে জানানো হয়, তাঁরা নিরাপত্তার বিষয়টি নিয়ে সচেতন। প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে। এর বেশি কিছু সরকারের তরফে আর জানানো হয় নি।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশ মিশনের নিরাপত্তা বিষয়ে গৌতম গুপ্তের প্রতিবেদন