ভারতের সীমান্ত রক্ষীবাহিনীতে নারী পুলিশ নিয়েগ

ভারতের নৌ সেনার পর এবার মহিলারা রক্ষা করবেন সীমান্তও। খুব তাড়াতাড়ি ভারত-তিব্বত সীমান্তের আইনি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে নারীশক্তিকে দেখা যাবে।

ভারত তিব্বত সীমান্ত পুলিশ বাহিনী ঘোষনা করেছে এক তৃতীয়াংশ মহিলা অফিসার নিয়োগ করবে তারা। ভারত তিব্বত সীমান্ত পুলিশের প্রধান কৃষ্ণ চৌধুরী সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন ভারত তিব্বত সীমান্তে এক তৃতীয়াংশ মহিলা অফিসার নিয়োগ করতে বদ্ধ পরিকর তারা।

চীন-সিকিমের মতো জায়গায় অত্যন্ত প্রতিকূল পরিবেশে পুরুষদের সংগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন মহিলারাই।ইতি মধ্যেই 500 জন মহিলা কে নিযুক্ত করে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে বলেও ভারত তিব্বত সীমান্ত পুলিশ বাহিনী সূত্রের খবর।

Your browser doesn’t support HTML5

শুনুন পরমাশীষ ঘোষ রায়ের প্রতিবেদন