পদ্মাসেতু দূর্নীতির অভিযোগ তদন্ত সম্পর্কে দুদকের বিদায়ি চেয়ারম্যান

পদ্মাসেতুর দূর্নীতির তদন্তে , দূর্নীতি দমন কমিশন , দূদকের দূ্র্বলতার যে অভিযোগ বিশ্বব্যাঙ্ক করেছে , তা নাকচ করে দিয়েছেন , দূদকের বিদায়ী চেয়ারম্যান গোলাম রহমান । পদ্মা সেতুর পরামর্শকের কাজ পাইয়ে দিতে ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের অভিযোগে দুদক যে তদন্ত চালিয়েছে, তা পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ ছিল না বলে ইতোমধ্যে মত দিয়েছে বিশ্ব ব্যাংকের পর্যবেক্ষক দল। বিশ্ব ব্যাংক কারো বিরুদ্ধে অভিযোগ করলেই তাকে আসামি করতে হবে- এমন ভাবনা যৌক্তিক নয় মন্তব্য করে গোলাম রহমান বলেন, যে দুদক একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এর কার্যক্রম পরিচালনার জন্য নির্দিষ্ট আইন রয়েছে। দুদক তার আইন অনুযায়ীই চলবে। তিনি স্পষ্টতই বলেন যে আবুল হোসেন মন্ত্রী বলেই তাঁকে যে অপরাধী হতে হবে , কোন প্রমাণ ছাড়াই , সেটা ঠিক নয় ।

Your browser doesn’t support HTML5

রিপোর্টটি শুনুন