বাংলা একাডেমিতে শুরু হলো একুশের বই মেলা

Ekush Picture

বই প্রেমীদের ভীড়ে জমজমাট বই মেলা প্রাঙ্গণ। আবারও বসেছে প্রানের মেলা। বুধবার বিকেলে বাংলা একাডেমী প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে বই মেলা ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০১৭ উদ্বোধন করেন। প্রতিবছর ফেব্রুয়ারী মাসের প্রথম দিন থেকে শুরু হয় বই মেলা ও চলে মাসব্যাপী ।

বই প্রেমীরা যেমন সারাবছর অপেক্ষায় থাকেন নতুন বইয়ের আশায় তেমনি প্রকাশকরাও বছরের এই মাসটিকে ঘিরে নতুন বই প্রকাশ করবার অপেক্ষায় থাকেন। আর সেই সাথে লেখকরাও তাদের লিখা কখন প্রকাশ পাবে তার অপেক্ষায় থাকেন। এ যেন এক উৎসব মুখর পরিবেশ। এ সময় প্রধানমন্ত্রী বলেন- বাঙ্গালী রক্ত দিয়ে ভাষার মর্যাদা রক্ষা করে গেছেন। কাজেই আজকের এই দিবসটি কেবল আমাদের দিবস না। পৃথিবীতে যারাই মাতৃভাষাকে ভালবাসে তাদের জন্যই এই দিবসটি। মেলায় ছোট বড় থেকে শুরু করে বই প্রেমীদের ছিল উপচে পড়া ভীড়।

Your browser doesn’t support HTML5

একুশে বইমেলার উপর নাসরিন হুদা বিথীর প্রতিবেদন শুনুন