বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাটের সঙ্গে জড়িত ভেতরের কর্মকর্তারা

.

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার অর্থ লোপাট হওয়ার ঘটনায় ওই ব্যাংকের ভেতরের একটি চক্রকে দায়ী করেছে তদন্তে দায়িত্বপ্রাপ্ত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। ওই বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার ওই তথ্য দিয়েছেন। এছাড়া রিজার্ভ লোপাটের ঘটনায় গঠিত সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি ওই ঘটনার জন্য বাংলাদেশ ব্যাংকের ৫ জন কর্মকর্তার গাফিলতিকে দায়ী করেছে। এদিকে, ফিলিপাইনে যাওয়া লোপাটের ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে দেড় কোটি ডলার ওই দেশটির কর্তৃপক্ষ

বাংলাদেশকে ফেরত দিলেও বাকি ৬ কোটি ৬০ লাখ ডলার ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে। ফিলিপাইনের অর্থ বিভাগ রিজার্ভ লোপাটের ব্যাপারে বাংলাদেশের তদন্ত প্রতিবেদন দাবি করেছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে তদন্ত প্রতিবেদন দেয়ার ব্যাপারে আপত্তি জানানো হয়েছে।

এই অবস্থায় গত সপ্তাহে বাংলাদেশের আইনমন্ত্রী ম্যানিলা সফর করলেও ৬ কোটি ৬০ লাখ ডলার অর্থ ফেরত পাওয়ার ব্যাপারে আদৌ কোনো অগ্রগতি হয়নি। ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন, ওই অর্থ আদৌ ফেরত পাওয়া যাবে কিনা সে নিয়ে সংশয় ক্রমশই বাড়ছে।

Your browser doesn’t support HTML5

বাঙলাদেশ ব্যাঙ্কের অথ চুরি সম্পর্কে শুনুন আমির খসরুর রিপোর্ট