বিদেশি মুদ্রার রিজার্ভ বৃদ্ধিই উন্নয়নের নির্দেশক

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে রেকর্ড পরিমাণ ১৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত বছর জুলাই মাসে এর পরিমাণ ছিল ১০ বিলিয়ন ডলারের কিছু বেশি। তবে অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা বলছেন যে এতে অর্থনীতি লাভবান হবে না বরং অনেক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে কোন কোনস ক্ষেত্রে । এ বিষয়ে বাংলাদেশ ব্যাঙ্কের সাবেক গভর্ণর সালেহউদ্দিন আহমেদ বলেন যে যন্ত্রপাতির আমদানি , ক্যাপিটল গুডস এসব কমে গেছে কারণ বাংলাদেশে বিনিয়োগের কোন পরিবেশ নেই এবং নতুন করে কোন বিনিয়োগ করা হচ্ছে না । আর তারই চাপ পড়েছে কর্মসংস্থানের ওপর প্রবৃদ্ধি ও তেমন ঘটছে না। তিনি বলেন যে এই উদ্বৃত্ত দেশের অর্থনৈতিক কর্মকান্ডে কোন সহায়ক ভূমিকা পালন করছে না।

ড সালেহউদ্দিন আহমেদ আরও মনে করেন যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রয়োজনের তুলনায় বেশি থাকলে সেটা আবার মুদ্রাস্ফীতির ওপর প্রভাব ফেলে। কাজেই বাংলাদেশ ব্যাঙ্কসহ সরকারে উচিৎ রিজার্ভটি উৎপাদনশীল খাতে কাজে খাটানো।

Your browser doesn’t support HTML5

শুনুন রিপোর্টটি