সা.কা. চৌধুরীর রায় ফাঁসের তদন্ত শুরু

বাংলাদেশে যুদ্ধাপরাধী হিসেবে দোষী সাব্যস্ত সালাহউদ্দিন কাদের চৌধুরীর রায়ের কপি কি ভাবে ইন্টারনেটে পৌছানো হলো তা খুঁজে বের করার জন্যে গোয়েন্দা তৎপরতা শুরু হয়েছে।এর আগে বুধবার রাতে ট্রাইবুনাল দপ্তরের তিনটি কম্পিউটার আটক করা হয়। সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের খসড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কম্পিউটার থেকে ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় ট্রাইব্যুনালের তিনজন বিচারক, রেজিস্ট্রার, কর্মচারীদের সঙ্গে কথা বলেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। কারা,এবং এরই মধ্যে কিভাবে রায়ের কপি ফাঁস হয়েছে সে নিয়ে পুরোদমে অনুসন্ধানে নেমেছে গোয়েন্দা পুলিশ ।


Your browser doesn’t support HTML5

শুনুন মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন