রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের বিরোধীতায় পরিবেশবাদীরা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরের সময়ে সুন্দরবনের কাছে রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে তেল গ্যাস , খনিজ ও বিদ্যুৎ সম্পদ রক্ষা বিষয়ক জাতীয় কমিটি। নরেন্দ্র মোদির ঢাকা সফর ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদ অভিযোগ করেন যে সরকার আনুষ্ঠানিক ভাবে পরিবেশ দিবস পালন করলেও সুন্দরবনের মাত্র ১৪ কিলোমিটরের মধ্যে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড চালাচ্ছে। তিনি মনে করেন এই পরিবেশ বিধ্বংসী কর্মকান্ডের জন্যে ভারত ও সমভাবে দায়ি।

তিনি বলেন সুন্দরবন দু দেশেরই কোটি মানুষের প্রাণ । আনু মোহাম্দ এ প্রসঙ্গে বলেন যে এ প্রকল্প বাতিল না করলে ভারতের জনগণকে সঙ্গে নিয়ে ব্যাপক প্রতিরোধ গড়ে তোলা হবে বলে তিনি সতর্ক করে দেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম :

Your browser doesn’t support HTML5

শুনুন জহুরুল আলমের প্রতিবেদন