বাংলাদেশে একজন পুলিশকে কুপিয়ে হত্যা

একজন প্রকাশককে হত্যা এবং অপর একজন প্রকাশক ও দু’জন ব্লগারকে হত্যা চেষ্টার চারদিন পরেই এবার প্রকাশ্যে, সড়কে দুর্বৃত্তদের হামলায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। ঢাকার আশুলিয়ায় বুধবার সকাল পৌনে আটটার দিকে দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ওই পুলিশ সদস্য নিহত এবং অপরজন একজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোটর সাইকেল আরোহী দুই যুবককে পুলিশ চেকপোস্টে থামতে বললে তারা ওই দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে এবং এক পর্যায়ে ফাকা গুলি ছোড়ে। অন্য পুলিশ সদস্যরা পালিয়ে যায়। গত ২২ অক্টোবর ঢাকার দারুসসালামে আরেকজন পুলিশ সদস্য দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত হয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জঙ্গী ও মানবতাবিরোধী বিচার নসাৎ করতে বিভিন্ন জঙ্গী সংগঠনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য এসব ঘটনা ঘটানো হচ্ছে। আগের ঘটনাগুলোর সাথে এই ঘটনার সম্পৃক্ততা রয়েছে।

এদিকে, সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে।

Your browser doesn’t support HTML5

পুলিশ হত্যা সম্পর্কে শুনুন আমির খসরুর প্রতিবেদন