রংপুরের নিখোঁজ আইনজীবির লাশ উদ্ধার

Bhowmik

পাঁচ দিন আগে নিখোঁজ হওয়া রংপুরের আইনজীবি এবং জঙ্গিদের হাতে নিহত জাপানি নাগরিক কোনিও হোশি এবং মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি রথীশ চন্দ্র ভৌমিকের মরদেহ মঙ্গলবার দিবাগত শেষ রাতে উদ্ধার করা হয়। র‌্যাপিড অ্যাকশন ব্যটালিয়ন বা র‌্যাব ওই মরদেহ উদ্ধার করেছে।

র‌্যাব বলেছে, রথীশের স্ত্রীর পরকীয়া প্রেমের কারণেই তাকে হত্যা করা হয়। র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমদ ওই তথ্য দিয়েছেন। পুলিশ রথীশের স্ত্রী এবং প্রেমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। রথীশ চন্দ্রের সন্ধান দাবিতে বিভিন্ন সংগঠন আন্দোলন করে আসছিল। গত শুক্রবার রথীশ নিখোজ হন বলে তার পরিবার দাবি করে এবং পরে মামলা দায়ের করেছিল।.

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমির খসরুর প্রতিবেদন