যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গতকাল একজন ভারতীয় অভিবাসীকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে তাঁর হাতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের সার্টিফিকেট তুলে দেন। সুন্দরী নারায়ন নামে ওই অভিবাসী বৈধ পথে অভিবাসন গ্রহণ করেছেন বলে প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকান পার্টির কনভেনশন চলাকালে তাঁকে এই দৃষ্টান্তমূলক আমন্ত্রণ জানালেন। তিনি সুন্দরী নারায়ণকে অত্যন্ত সফল একজন সফটওয়্যার প্রকৌশলী ও বৈধ ভারতীয় অভিবাসী বলে অভিহিত করেন। প্রেসিডেন্ট বলেন, নারায়ণ দম্পতি গত তেরো বছর ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তিনি এবং তাঁর স্বামী দুটি ফুটফুটে সন্তানের বাবা-মা। আমরা জানি, এঁরা আমাদের এই মহান দেশের ঐতিহ্য এবং নীতিকে সম্পূর্ণভাবে মেনে চলে একে আরও উন্নতির পথে নিয়ে যেতে সাহায্য করবেন। সুন্দরী নারায়ন ছাড়া আরও চারটি দেশের নানা ভাষা ও ধর্মের চার জন অভিবাসী গতকাল নাগরিকত্ব গ্রহণ করেন। ট্রাম্প এঁদের প্রত্যেককেই হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি দেখাতে চেয়েছিলেন যে তিনি অভিবাসনের বিরোধী নন এবং শুধু শ্বেতাঙ্গদেরই স্বাগত জানান, এমনও নয়। কিন্তু অবৈধ উপায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের তিনি বিরোধিতা করেন।
Your browser doesn’t support HTML5
ভারতীয় অভিবাসীকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের সার্টিফিকেট দিয়েছেন ট্রাম্প