থার্টিফার্স্ট নাইট পালনে কড়াকড়ি

থার্টিফার্স্ট নাইট পালনে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের তরফে বলা হয়েছে, করোনার কারণে এবার থার্টিফার্স্ট নাইট হবে সীমিত এবং ঘরোয়া পরিবেশে। স্বাস্থ্যবিধি না মেনে কোনো অনুষ্ঠান করা যাবে না এটাও জানিয়ে দেয়া হয়েছে। উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠানও করা যাবে না। ডিএমপি বলেছে, উৎসব উদযাপনের নামে কিছু উশৃংখল ব্যক্তি নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ, ঐতিহ্যবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়। কতিপয় ব্যক্তি আনন্দের আতিশায্যে পটকাবাজি, আতশবাজি, অশোভন আচরণ, বেপরোয়া গাড়ি ও মটরসাইকেল চালানোর মাধ্যমে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই অবস্থায় আগামী ৩১শে ডিসেম্বর রাতে সকল প্রকার পটকাবাজি, আতশবাজি, বেপরোয়া গাড়ি চালানো অথবা যেকোনো ধরনের বেআইনি কার্যকলাপ করা থেকে জনসাধারণকে বিরত থাকতে বলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, গুলশান, বনানী ও বারিধারা এলাকায় রাত আটটার পর বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সন্ধ্যা ছয়টার পর ঢাকা মহানগরীতে কোনো মদের দোকান খোলা রাখা যাবে না।

Your browser doesn’t support HTML5

থার্টিফার্স্ট নাইট পালনে কড়াকড়ি

ওদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল থার্টিফার্স্ট নাইটে কোনো উশৃংখল আচরণ সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন। বলেছেন, নিরাপত্তা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে যেকোনো পরিস্থিতি মোকাবিলায়।