আহত হওয়ার ফলে পিছিয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী ইশতেহার প্রকাশের কর্মসূচি

স্থির ছিল, আজ শিবরাত্রির দিন দক্ষিণ কলকাতার কালীঘাট থেকে দলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম সফরে গতকাল বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় সে পরিকল্পনা আপাতত স্থগিত। আহত মুখ্যমন্ত্রীর ঠিকানা বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ড। ফলে পিছিয়ে গেল শিবরাত্রির দিন অর্থাৎ আজ বৃহস্পতিবার তাঁর দলের নির্বাচনী ইশতেহার প্রকাশের কর্মসূচিও। কবে তা প্রকাশিত হবে, তা নিয়ে দলের তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।তৃণমূল সূত্রে খবর, নেত্রীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে নির্বাচনী ইশতেহার প্রকাশের কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছে।কবে তা প্রকাশিত হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেই তা স্থির করা হবে। তবে আগামী সপ্তাহে নির্বাচনী ইশতেহার প্রকাশ করার সম্ভাবনা রয়েছে বলে তৃণমূল সূত্রে খবর।

Your browser doesn’t support HTML5

আহত হওয়ার ফলে পিছিয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী ইস্তাহার প্রকাশের কর্মসূচি

প্রসঙ্গত বলা যেতে পারে গতকাল বুধবার ঘোষিত কর্মসূচি অনুসারে নন্দীগ্রামে গিয়ে ওই বিধানসভা কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দেন তৃণমূলনেত্রী। পরিকল্পনা মতো সেখানকার একটি কর্মি সভাতেও যান তিনি। নন্দীগ্রামের রানিচকে একটি মন্দিরে হরিনাম সংকীর্তনে উপস্থিত ছিলেন মমতা। তবে ওই মন্দির থেকে ফেরার পথে চোট পান তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ৪-৫ জন তাঁকে পিছন থেকে ঠেলে ফেলে দিয়েছেন। ওই ঘটনায় মুখ্যমন্ত্রীর বাঁ পা, মাথা এবং কপালে চোট লেগেছে বলে হাসপাতাল সূত্রে খবর। তাঁর ডান কাঁধ, কনুই এবং ঘাড়েও লেগেছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের কথাও জানিয়েছেন তিনি। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ হাসপাতালের বেডে শুয়ে এক ভিডিও বার্তায় তার দলীয় কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।