সমসাময়িক বিষয়বালী নিয়ে লেখক মাহমুদ রেযা চৌধুরীর সঙ্গে কথোপকথন

মাহমুদ রেযা চৌধুরী- একজন বাংলাদেশি-এ্যামেরিকান, থাকেন নিউ ইয়র্কে- মাঝে মধ্যেই ঢাকা যান, ওখানকার টেলিভিশন অনুষ্ঠানের টক শোতে অংশ নেন- লেখালেখি করেন নিয়মিতভাবে, বিভিন্ন পত্রপত্রিকায় বিবিধ বিষয় নিয়ে। ইদানিং লিখছেন বাংলাদেশের সম্ভাবনা-আশা-আকাংখা নিয়ে।লেখা ছাপা হচ্ছে – ক্রমান্বয়ে, পরিশেষে বই বের করার ইচ্ছে রয়েছে লেখকের। এই ক’দিন আগে মাহমুদ রেযা চৌধুরী এসেছিলেন ওয়াশিংটনে, ভয়েস অফ এ্যামেরিকার স্টুডিওতে বসে আমরা কথা বলছিলাম তাঁর সঙ্গে।

Your browser doesn’t support HTML5

সমসাময়িক বিষয়াবালী নিয়ে লেখক মাহমুদ রেযা চৌধুরীর সঙ্গে কথোপকথন