কম্বোডিয়া থেকে ১০ লাখ টন চাল আমদানি করবে বাংলাদেশ

আগামী বছরের মধ্যে কম্বোডিয়া থেকে ১০ লাখ টন চাল আমদানির জন্য দেশটির সাথে বাংলাদেশ
একটি চুক্তি স্বাক্ষর করেছে।

কম্বোডিয়ার রাজধানী নম পেনে বাংলাদেশের খাদ্য মন্ত্রী মোহাম্মদ কামরুল ইসলাম এবং কম্বোডিয়ার
বাণিজ্যমন্ত্রী পান সোরাসাক বুধবার চুক্তিটি তাঁদের নিজ নিজ দেশের পক্ষে স্বাক্ষর করেছেন বলে ঢাকায়
পাওয়া খাবরে জানা গেছে। চুক্তি শেষে কম্বোডিয়ার বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশ বছরের মধ্যেই লাখ ৫০ হাজার টন চাল তার দেশ থেকে আমদানি করবে।

বিশ্বের চতুর্থ বৃহৎ চাল উৎপাদনকারী দেশ বাংলাদেশে এবছর বন্যার কারনে ফসল হানির ফলে চালের
উৎপাদন কম হওয়ায় বাংলাদেশকে চাল আমদানি করতে হচ্ছে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রী কামরুল
ইসলাম।

উল্লেখ্য, গত এপ্রিলে দেশের উত্তর পূর্বাঞ্চলের হাওড় এলাকায় বন্যার কারনে ব্যাপক ফসল হানির পর
চালের দাম বেড়ে যাওয়ায় এবং সরকারের নিজস্ব চালের মজুদ কম থাকায় ভিয়েতনাম থেকে জরুরি ভিত্তিতে লাখ ৫০ হাজার টন চাল আমদানির জন্য গত জুন মাসে দেশটির সাথে বাংলাদেশ চুক্তি স্বাক্ষর করে। সে চাল ইতোমধ্যেই বাংলাদেশে আসতে শুরু করেছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলম।