রোবট মানুষকে কিভাবে সাহায্য করতে পারে আসুন জেনে নেই

করোনা ভাইরাস বিশ্বময় ছড়িয়ে পড়ার কারণে আমরা যে দু’টো শব্দ বারবার শুনছি তা হচ্ছে সেলফ আইসোলেশন অর্থাৎ দূরে থাকুন---আলাদা থাকুন বা বিচ্ছিন্ন থাকুন। করোনা থেকে পরিত্রাণের একটাই রক্ষা কবজ। একে অনেকে নামকরণ করেছেন টেম্পারারী সেপারেশন বা সাময়িক বিচ্ছেদ। তবে বিজ্ঞানীরা সম্ভবত এই নিঃসঙ্গতা কমানোর কথা ভেবেই রোবট তৈরি করেছেন। মানুষ যখন করোনাভাইরাসের সংক্রমণের আশংকায় দিনাতিপাত করছেন, আসুন জেনে নেই রোবট মানুষর জন্য কি করতে পারে?

বিস্তারিত শুনতে অডিটে চাপ দিন।

Your browser doesn’t support HTML5

Robot