বিশ্বখ্যাত বৃটিশ অভিনেতা রজার মোর ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন। জনপ্রিয় দুইটি চরিত্র সাইমন টেমপ্লার এবং জেমস বন্ডের ভূমিকায় অভিনয় করে তিনি দর্শকদের মন কেড়ে নেন। অত্যন্ত সুদর্শন এই নায়ক তার স্টাইলিশ অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন।
অভিনেতা রজার মোর ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন
Roger Moore reçoit un baiser de Miss Grande Bretagne et de Miss USA à Londres, le 4 novembre 1971.